PravatiPatrika

Monday, August 17, 2020

সোমবারের পাতা

 সেই মেয়েটি (কবিতা)

আব্দুল রাহাজ  

সে আজও অপেক্ষায় আছে 

সোজনবাদিয়ার ঘাটে।

নীল আকাশে পাখি ডানা মেলে ওড়ে 

সেও যেন প্রিয় মানুষটিকে দেখার জন্য প্রকৃতির সবুজ মায়ের কোলে ভেসে বেড়াচ্ছে।

দিন পার হয় বছর পার হয় সে আজও আসেনা 

রাগে দুঃখে কষ্টে নদীর পাড়ে বসে ভাবতে থাকে তার সাথে দেখা আর এ জন্মে হবে কী।

সেই মেয়েটি আজও অপেক্ষায়

তার প্রিয় মানুষটিকে একপলকে দেখার

সেদিন সে হবে আনন্দিত পৃথিবীর সবচেয়ে খুশির মানুষ

হিমেল বাতাস বইবে চারিদিকে কিন্তু সেই দিনটি কবে হবে

সেই মেয়েটি যে অপেক্ষায় আছে।




 ধিক্কার 

নাসরাতুল হোসাইন নিশান 


ধিক্কার জানাই সেই মানুষ দের

যাদের জন্য আজ দেশের এই অবস্থা,

ধিক্কার জানাই সেই মানুষ দের

যারা এগুলো দেখেও নেই নি কোনো ব্যবস্থা!

তারা করেছে অনেক মানুষের জীবন নষ্ট 

আর অনেক মানুষ তো তাদের বড় ভক্ত। 

তারা করছে এই দেশকে শাসন শোষণ 

আর অনেক মানুষ হারাচ্ছে তাদের নির্বাসন! 

ধিক্কার জানাই তাদের

 যাদের জন্য হচ্ছে শত মায়ের বুক খালি, 

ধিক্কার জানাই তাদের 

যারা এগুলো দেখেও হেসে কাটিয়ে দিচ্ছে দিন গুলি। 

শোষনের জাঁতাকলে মানুষ হচ্ছে অস্থির

ভবিষ্যৎ জে বড়ই করুণ,

থাকবো কিভাবে সু-স্থির!!

আজ থাকবো না বসে ঘরে 

দেখি কে কি করে, 

প্রতিবাদ চলতে থাকবে 

চলবে রাত ভোরে! 

চলতে থাকুক এই আন্দোলন, 

চলতে থাকুক এই সংগ্রাম 

যেখানে অন্যায় দেখবো, 

সেখানেই আঘাত আনব!




সমাজের বিষবাষ্প

           ব্যর্থ লেখক


এখন দিগন্তের সেই আলোতে অবশ হওয়ার শোক।

 কাঁটার তারে আগুন জ্বলে লেগেছে বিক্ষোভ।

কথায় কথায় অগ্নিগোলক বারুদের-ই চাপ--জ্বরের ক্লান্তি.. নিঝুম রাত্রি..ভেঙ্গেছে থার্মোমিটার ধাপ।




তৃষ্ণাত্ব হৃদয়

 জুয়েল রূহানী।


তৃষ্ণাত্ব হৃদয়ের আত্মচিৎকারে যে সুর,

বিস্বাদ এর অবগাহনে আঁখি ব্যাথাতুর।

আঁখি পানে চেয়ে তৃষ্ণা মেটাতে এ মন

উন্মাদনায় ছুটে, আসে যদি শুভ ক্ষণ?

গোধূলি লগন অতিক্রান্তে রাত্রি যাপন,

রাত্রি শেষে রবির উদয় কত যে আপন।

রবি'র আলোয় ঝলমলে কেশ কারিলো এ মন,

মেঘলাকাশে এলো কেশে মায়া রূপ দর্শন,

শত উপমায় তবু দু'চোখে  জল বর্ষন!







No comments:

Post a Comment