নৈ:শব্দের রক্তছাপ
--------মিঠুন রায়
স্বার্থে আঘাত পড়লে আতকে ওঠে রূপবতী।
যৌবনে সেজে উঠেছে দেবমানব।
পরিচয়হীন মানুষটাকে আলিঙ্গন করতেও দ্বিধা নেই।
মানবতাকে সে জড়িয়ে ধরেছিল।
কিন্তু নিজের স্বার্থের জন্য
ভালোবাসাকে ছুরিকাঘাত করবে
তা কেউ জানতো না।
আগুনে পুড়ছে যন্ত্রণার স্বরলিপি,
নৈ:শব্দের রক্তছাপ এখনও মুছে যায় নি।
--------------
রূপ বদলানো যৌবনের মতো
ময়ূরাক্ষীর কালো জলে
ভেসে উঠছে জীবনের চিত্রলিপি।
স্বপ্নের খেয়া বার বার আটকে যাচ্ছে
ময়ূরাক্ষীর বুকে,
বার বার হেরে যাচ্ছি
স্রোতস্বিনীর বিরামহীন ধারায়।
আমার হাহাকার স্তব্দ হয়ে যাচ্ছে
নি:শ্বাসের সাথে।
তবু মনে হয় হঠাৎ করেই জ্বলে উঠবে
একদীন ভোরের সোনালী সূর্য,
অলীক সুখের নেশায় আমিও
স্বপ্ন দেখি গাঙচিলের
রূপ বদলানো যৌবনের মতো।
--------
মোহনায় এসে
মোহনায় এসে মিলিয়ে গেছে রঙিন জলছাপ,
হে নদী, পশ্চাৎ স্রোতে ফেলে আসা অজস্র দিনের হিসেব কে রাখে?
ফুরফুরে বাতাসে মহুয়া ফুলের মতো মিশে গেছে প্রেম কথা।
তোমার উজান নদী গাঁয়ে আমার প্রবেশাধিকার নেই বটে,
কলকল ঢেউ বয়ে নিয়ে যায় হৃদয়ের গভীর ক্ষত,
মাটির ভাঙা কাপে চায়ের চুমুক দিই, বারবার ভেসে ওঠে মায়াবী শব্দরাশি ,
শালবনের সীমানা পেরিয়ে
লালমাটির পাহাড়ে সূর্য একদিন উঠবেই।
----------------
স্বপ্ন চিল
ফুলের রেণুতে সঞ্চিত থাকে প্রেম।
কৃষক জমিতে বুনেছে বীজ
ভবিষ্যৎ এর আশায়,
জীবন তর্পণ করেছে মাটিকে।
স্বপ্নে আবৃত চোখের পাতা।
হৃৎপিণ্ডে বিরামহীন অশান্তি
উড়ে আসছে,
স্বপ্নচিলের মতো পাখার সন্ধানে।
-----------
--------মিঠুন রায়
স্বার্থে আঘাত পড়লে আতকে ওঠে রূপবতী।
যৌবনে সেজে উঠেছে দেবমানব।
পরিচয়হীন মানুষটাকে আলিঙ্গন করতেও দ্বিধা নেই।
মানবতাকে সে জড়িয়ে ধরেছিল।
কিন্তু নিজের স্বার্থের জন্য
ভালোবাসাকে ছুরিকাঘাত করবে
তা কেউ জানতো না।
আগুনে পুড়ছে যন্ত্রণার স্বরলিপি,
নৈ:শব্দের রক্তছাপ এখনও মুছে যায় নি।
--------------
রূপ বদলানো যৌবনের মতো
ময়ূরাক্ষীর কালো জলে
ভেসে উঠছে জীবনের চিত্রলিপি।
স্বপ্নের খেয়া বার বার আটকে যাচ্ছে
ময়ূরাক্ষীর বুকে,
বার বার হেরে যাচ্ছি
স্রোতস্বিনীর বিরামহীন ধারায়।
আমার হাহাকার স্তব্দ হয়ে যাচ্ছে
নি:শ্বাসের সাথে।
তবু মনে হয় হঠাৎ করেই জ্বলে উঠবে
একদীন ভোরের সোনালী সূর্য,
অলীক সুখের নেশায় আমিও
স্বপ্ন দেখি গাঙচিলের
রূপ বদলানো যৌবনের মতো।
--------
মোহনায় এসে
মোহনায় এসে মিলিয়ে গেছে রঙিন জলছাপ,
হে নদী, পশ্চাৎ স্রোতে ফেলে আসা অজস্র দিনের হিসেব কে রাখে?
ফুরফুরে বাতাসে মহুয়া ফুলের মতো মিশে গেছে প্রেম কথা।
তোমার উজান নদী গাঁয়ে আমার প্রবেশাধিকার নেই বটে,
কলকল ঢেউ বয়ে নিয়ে যায় হৃদয়ের গভীর ক্ষত,
মাটির ভাঙা কাপে চায়ের চুমুক দিই, বারবার ভেসে ওঠে মায়াবী শব্দরাশি ,
শালবনের সীমানা পেরিয়ে
লালমাটির পাহাড়ে সূর্য একদিন উঠবেই।
----------------
স্বপ্ন চিল
ফুলের রেণুতে সঞ্চিত থাকে প্রেম।
কৃষক জমিতে বুনেছে বীজ
ভবিষ্যৎ এর আশায়,
জীবন তর্পণ করেছে মাটিকে।
স্বপ্নে আবৃত চোখের পাতা।
হৃৎপিণ্ডে বিরামহীন অশান্তি
উড়ে আসছে,
স্বপ্নচিলের মতো পাখার সন্ধানে।
-----------
No comments:
Post a Comment