জীবন্ত প্রেম
দিলরুবা বেগম
ক্লান্ত , চোখে ঘুম আসেনা, আকাশ বৃষ্টি ঝরাতে ব্যস্ত।আমার মতই ঘুমহীন কান্নায় সে ও অভ্যস্থ ।
চাঁদ, তারাকে আড়াল করে মেঘ যেমন বৃষ্টির খেলায় মেতে উঠেছে।
উন্মোত্তের মতো আঁধার পাড়ি দিয়ে সীমাহীন রাত্রি আমার কেটেছে।
নগ্ন চিন্তার বশে নগ্ন হয়েছিল আমার ভালোবাসা ,নিশিদিন।
শব্দচোরা চিত্ত আমার পায়নি ভাষা, রচনায় কেটেছে সারাটা দিন।
বেলাশেষে সূর্য যেমন ম্লান হয় অজানা ভোরের খোঁজে।
হেলাফেলা বেলা কাটিয়ে,গভীর রাতে তোমার স্বর আজও হৃদয়ে বাজে।
দিলরুবা বেগম
ক্লান্ত , চোখে ঘুম আসেনা, আকাশ বৃষ্টি ঝরাতে ব্যস্ত।আমার মতই ঘুমহীন কান্নায় সে ও অভ্যস্থ ।
চাঁদ, তারাকে আড়াল করে মেঘ যেমন বৃষ্টির খেলায় মেতে উঠেছে।
উন্মোত্তের মতো আঁধার পাড়ি দিয়ে সীমাহীন রাত্রি আমার কেটেছে।
নগ্ন চিন্তার বশে নগ্ন হয়েছিল আমার ভালোবাসা ,নিশিদিন।
শব্দচোরা চিত্ত আমার পায়নি ভাষা, রচনায় কেটেছে সারাটা দিন।
বেলাশেষে সূর্য যেমন ম্লান হয় অজানা ভোরের খোঁজে।
হেলাফেলা বেলা কাটিয়ে,গভীর রাতে তোমার স্বর আজও হৃদয়ে বাজে।
No comments:
Post a Comment