সময়ের চাকা
***********
সময়ের চাকা আর ঘুরবে না ..
মা - মেয়ের মনোমালিন্য আর বোধহয়
মিটবে না , ফিরবে না সেই ছেলেবেলা !
ছোটদের সাথে লুকোচুরি খেলা ,
বোনেদের সাথে পুতুলখেলা ..
মন ভরে মায়ের হাতের রান্না খাওয়া ,
সব যেন আজ শুধুই স্মৃতি !
ঘন্টার পর ঘন্টা মায়ের সাথে বকবক ..
বাবার বিরক্তিস্বরে বলে ওঠা তোদের
জ্বালায় ঘুম ও হবে না , ভীষণ মনে
পড়ে সেই দিনগুলো !
বোনের সাথে খুনসুটি , একসাথে পড়তে বসা ,
দুজনে গল্প করা , কিছুই ভুলিনি আমি ,
আজ যেন বিস্তর ফারাক !
চাইলেও দুটি নদীর মিলন হবে না আর কোনোদিন ,
সময়ের চাকা আর হয়তো ঘুরবে না |
আজ আমরা যে যার মানসিকতার সীমানায়
দাঁড়িয়ে , সময়ের চাকা আর বোধহয় কোনোদিন ও ঘুরবে না |
******ঝিমলি ব্যানার্জী ***
***********
সময়ের চাকা আর ঘুরবে না ..
মা - মেয়ের মনোমালিন্য আর বোধহয়
মিটবে না , ফিরবে না সেই ছেলেবেলা !
ছোটদের সাথে লুকোচুরি খেলা ,
বোনেদের সাথে পুতুলখেলা ..
মন ভরে মায়ের হাতের রান্না খাওয়া ,
সব যেন আজ শুধুই স্মৃতি !
ঘন্টার পর ঘন্টা মায়ের সাথে বকবক ..
বাবার বিরক্তিস্বরে বলে ওঠা তোদের
জ্বালায় ঘুম ও হবে না , ভীষণ মনে
পড়ে সেই দিনগুলো !
বোনের সাথে খুনসুটি , একসাথে পড়তে বসা ,
দুজনে গল্প করা , কিছুই ভুলিনি আমি ,
আজ যেন বিস্তর ফারাক !
চাইলেও দুটি নদীর মিলন হবে না আর কোনোদিন ,
সময়ের চাকা আর হয়তো ঘুরবে না |
আজ আমরা যে যার মানসিকতার সীমানায়
দাঁড়িয়ে , সময়ের চাকা আর বোধহয় কোনোদিন ও ঘুরবে না |
******ঝিমলি ব্যানার্জী ***
No comments:
Post a Comment